শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেলের কফিনের সামনে সেলফি, যা বললেন ইনফ্যান্তিনো

প্রকাশিত: ০২:০৩ পিএম, জানুয়ারি ৪, ২০২৩

পেলের কফিনের সামনে সেলফি, যা বললেন ইনফ্যান্তিনো

ফুটবলের রাজা বিদায় নিয়েছে পৃথিবী থেকে। ব্রাজিলের সান্তোস ক্লাবের মাঠ ভিলা বেলরিমোতে আয়োজন করা হয়েছিলো ফুটবল সম্রাট পেলের অন্তেষ্টিক্রিয়ার কাজ। ব্রাজিলিয়ান কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানেই উপস্থিত হয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। তবে পেলের শেষকৃত্যে উপস্থিত হয়েই সমালোচনার জন্মও দিয়েছেন ফিফা সভাপতি। পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে একটি সেলফি তুলেই সমালোচকদের তোপের মুখে পড়েছেন ইনফ্যান্তিনো। অনেকেই সেলফি তোলার এই ব্যাপারটিকে সৌজন্য বহির্ভূত কর্মকান্ড হিসেবে আখ্যায়িত করেছেন। এবার সেই সমালোচনার জবাব দিলেন ফিফা সভাপতি। ব্রাজিল থেকে ফিরে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ওই বিষয় নিয়ে সাফাই গেয়েছেন ইনফ্যান্তিনো। ইনফ্যান্তিনো লেখেছেন, পেলের সতীর্থরা অনুরোধ করেছিল সবাইকে সঙ্গে নিয়ে যেন একটি সেলফি তুলি। কিন্তু কীভাবে তুলতে হবে তারা সেটি জানত না। তাই আমি তাদের একজনকে সাহায্য করেছি এবং তার জন্যই সবাইকে সঙ্গে নিয়ে সেলফি তুলেছি। ফিফা সভাপতি আরও লেখেন, পেলের সাবেক সতীর্থদের সাহায্য করার জন্য যদি সমালোচনার শিকার হতে হয় তাহলে আমি সানন্দে তা মাথা পেতে নিচ্ছি। আর আমি সব সময়ই তাদের সাহায্য করব, যারা ফুটবলে কিংবদন্তিতুল্য ইতিহাস লিখেছে। পেলের প্রতি আমার সম্মান ও ভালোবাসা বিশাল। তাই অসম্মান হয় এমন কিছু আমি কোনো অবস্থাতেই করব না। এর আগে, ক্যান্সারের সংতে দীর্ঘ লড়াই শেষে গত ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রাজিলের হয়ে তিনবারের বিশ্বকাপজয়ী । এরপর নিজের ঘরস্বরূপ সান্তোস ক্লাবের মাঠে তার শেষকৃত্য অনুষ্ঠান শেষে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা সমাধিস্থলে সমাহিত করা হয় পেলেকে।
Link copied!