শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথমবারের মতো নারী পররাষ্ট্রমন্ত্রী পাচ্ছে জার্মানি

প্রকাশিত: ০৯:০৬ পিএম, নভেম্বর ২৭, ২০২১

প্রথমবারের মতো নারী পররাষ্ট্রমন্ত্রী পাচ্ছে জার্মানি

প্রথমবারের মতো নারী পররাষ্ট্রমন্ত্রী পেতে যাচ্ছে জার্মানি। দেশটির গ্রিন পার্টির কো-লিডার আনালিনা বায়েরবক বসতে চলেছেন ওই পদে। ২৫ নভেম্বর বৃহস্পতিবার তার দল এ ঘোষণা দেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জার্মানির পরবর্তী চ্যান্সেলর হিসেবে শপথ নিতে চলেছেন এসপিডি দলের ওলাফ শলৎস। চরম গোপনীয়তার মধ্যে আলোচনা চালিয়ে জার্মানির তিনটি রাজনৈতিক দল পরবর্তী জোট সরকারের রূপরেখা চূড়ান্ত করে এবং গত বুধবার তা প্রকাশ করে। সামাজিক গণতন্ত্রী এসপিডি, উদারপন্থি এফডিপি ও পরিবেশবাদী গ্রিন পার্টি মিলে জার্মানির পরবর্তী জোট সরকার গঠনের বিষয়টি এখন চূড়ান্ত। এএফপি বলছে, জার্মানির সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়েরবক ব্যক্তিজীবনে দুই সন্তানের মা। ৪০ বছর বয়সি এই নারী আগামী ডিসেম্বরের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
Link copied!