শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফারুক চত্বর ফিরেছে চেনা রূপে

প্রকাশিত: ০১:৪৯ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০২১

ফারুক চত্বর ফিরেছে চেনা রূপে

দেড় বছর পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। ফলশ্রুতিতে সরকারি বাঙলা কলেজ মাঠে শিক্ষার্থীদের পাদচারণায় মুখর চারিদিক। লেকের পাড়ে বসেছে শিক্ষার্থীদের মিলন-মেলা, ফারুক চত্বর ফিরেছে তার চিরচেনা রূপে। বাঙলা কলেজ শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ক্যাম্পাস খোলায় সবাই একসঙ্গে ক্লাস করতে পারছি। দীর্ঘদিন বন্ধ থাকায় খুব মিস করেছি প্রিয় ক্যাম্পাসকে। আরেক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, অনেকদিন পরে ক্যাম্পাস খুলেছে, এজন্য খুবই আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে আমরা ক্লাস করছি। প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় ছুটি বাড়ানোর পর গত ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান।        
Link copied!