বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যার ন্যায়বিচার প্রত্যাশা

প্রকাশিত: ১০:৪৭ এএম, সেপ্টেম্বর ২৫, ২০২১

বঙ্গবন্ধু হত্যার ন্যায়বিচার প্রত্যাশা

জাতিসংঘ ভাষণে বঙ্গবন্ধু হত্যার ন্যায়বিচার প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোরে এক দল বিপথগামী ঘাতক আমার পিতা, বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার স্নেহময়ী মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তিন ভাই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লে. শেখ জামাল, ১০ বছরের শেখ রাসেল, চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরসহ পরিবারের ১৮ জন সদস্য ও নিকটাত্মীয়কে নির্মমভাবে হত্যা করে। সারাবিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এই মহান সংস্থার সামনে বিগত প্রায় ৪৬ বছর আগে আমার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরতে চাই।’ তিনি বলেন, ‘আমি ও আমার ছোট বোন শেখ রেহানা সে সময় বিদেশে অবস্থান করায় বেঁচে যাই। আমাদের ৬ বছর দেশে ফিরতে দেওয়া হয়নি। স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে বিদেশের মাটিতে নির্বাসিত জীবন কাটিয়েছি। দেশে ফিরে আমি মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম শুরু করি।’ বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘জাতির পিতার স্বপ্ন সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজও আমি কাজ করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকব মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব ইনশা আল্লাহ।’
Link copied!