শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপিএলে খেলা হবে না পাকিস্তানিদের!

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ডিসেম্বর ৪, ২০২১

বিপিএলে খেলা হবে না পাকিস্তানিদের!

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তবে একই সময়ে মাঠে গড়াবে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এতে বিপিএলে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সংশয় জেগেছে। বিপিএলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি সময়সীমা বেঁধে রেখেছে। এদিকে, গতকাল শুক্রবার প্রকাশ করা হয় পিএসএলের সূচি। সেই সূচি অনুযায়ী, পিএসএলের এবারের আসর শুরু ২৭ জানুয়ারি, যা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের বড় অংশ পাকিস্তানের। একই সময়ে পিএসএল থাকায় মানসম্পন্ন পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া অন্যান্য দেশের জনপ্রিয় বিদেশি ক্রিকেটাররা বিপিএলের বদলে পিএসএলকে বেছে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। পিএসএল কর্তৃপক্ষ ইতোমধ্যে প্লেয়ার্স ড্রাফটের তারিখ ঘোষণা করেছে। দলগুলোর মধ্যে চলছে তোড়জোড়। অন্যদিকে বিসিবি এখনও বিপিএলের এবারের আসরের ফ্র্যাঞ্চাইজি খুঁজছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর। আসরের সবগুলো ম্যাচ পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচিতে। ফাইনালসহ দ্বিতীয় লেগের ম্যাচগুলোর ভেন্যু লাহোর।
Link copied!