শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএলে দর্শক প্রবেশের অনুমতি ‘থাকছে না’

প্রকাশিত: ০৯:৫৪ এএম, জানুয়ারি ১৬, ২০২২

বিপিএলে দর্শক প্রবেশের অনুমতি ‘থাকছে না’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসছে আসরে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না। ২১ জানুয়ারি শুরু হবে এবারের বিপিএল। করোনা আক্রান্তের হার বৃদ্ধি ও ওমিক্রন ভেরিয়েন্টের ঝুঁকি এড়াতে দর্শকশূন্য গ্যালারিতে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকার করোনাভাইরাসের বিস্তাররোধে এরই মধ্যে দেশব্যাপী নানা বিধিনিষেধ আরোপ করেছে। সবশেষ পাকিস্তান সিরিজে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বিসিবি। কিন্তু বিপিএলে সেটা হচ্ছে না। বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি ইসমাইল হায়দার মল্লিক ক্রিকবাজকে জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বিপিএলে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছেন না তারা। ‘আসছে বিপিএলে কোনো দর্শক স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এটা সরকারের দেওয়া নির্দেশনা, যা আমরা পালন করছি।’
Link copied!