শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেসরকারি বিশ্ববিদ্যালয় : শিক্ষা কার্যক্রম চালু করতে ইউজিসির দুই শর্ত

প্রকাশিত: ১০:৪৬ এএম, সেপ্টেম্বর ২৫, ২০২১

বেসরকারি বিশ্ববিদ্যালয় : শিক্ষা কার্যক্রম চালু করতে ইউজিসির দুই শর্ত

মহামারি করোনার কারণে গত দেড় বছর ধরে বন্ধ থাকা বেসরকারি বিশ্বদ্যালয়গুলোও শর্তসাপেক্ষে সশরীরে ক্লাস ও পরীক্ষা নিতে পারবে। তবে সেক্ষেত্রে দুটি শর্ত মানতে হবে এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে। বাংলাদেশ বিশ্বাবিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দুটি শর্ত দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়সগুলোয় শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার অনুমতি দিয়ে বৃহস্পতিবার এক নির্দেশনা জারি করেছে; যা শুক্রবার ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত হয়। ইউজিসির শর্তের মধ্যে রয়েছে- সরাসরি শিক্ষা কার্যক্রমে যাওয়ার আগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ বা টিকার জন্য নিবন্ধন করতে হবে। উল্লেখ্য, মহামারিকালে ক্যাম্পাস বন্ধ থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এতদিন অনলাইনে ক্লাস ও পরীক্ষা চালু রেখেছে। বিভিন্ন সেমিস্টারে শিক্ষার্থীও ভর্তি করেছে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির এক বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় ২০২০ সালের মার্চে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার। এরপর থেকে দফায় দফায় বাড়িয়ে চলতি মাসের ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঘোষণা হয়। এরপর ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া সব স্কুল-কলেজ।
Link copied!