শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাজিলের প্রেসিডেন্ট ভবন, সংসদ ও সুপ্রিম কোর্টে তাণ্ডব

প্রকাশিত: ১১:৫৭ এএম, জানুয়ারি ৯, ২০২৩

ব্রাজিলের প্রেসিডেন্ট ভবন, সংসদ ও সুপ্রিম কোর্টে তাণ্ডব

ব্রাজিলে গত অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর থেকে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল, তার বিস্ফোরণ ঘটলো যেন রোববার। ফল প্রত্যাখ্যান করা পরাজিত প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সমর্থকরা রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট ভবন, কংগ্রেস (সংসদ) ও সুপ্রিম কোর্টে তাণ্ডব চালিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, কট্টর ডানপন্থি রাজনীতিক বলসোনারোর প্রায় তিন হাজার সমর্থক রাষ্ট্রের প্রধান তিনটি ভবনে এই হামলা চালিয়েছেন। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও মারধর করতে দেখা যায় হামলাকারীদের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা গেছে, কংগ্রেস ভবন ও সুপ্রিম কোর্টের জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করছেন বলসোনারোর সমর্থকরা। জ্বলছে আগুন। ভাঙাচোরা আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে এখানে-সেখানে। প্রেসিডেন্ট ভবন ও এর আশপাশে পতাকা গায়ে জড়িয়ে অবস্থান নিয়েছেন বলসোনারোর অনুসারীরা। এসময় তাদের হাতে ইংরেজিতে লেখা ‘ইন্টারভেনশন’ প্ল্যাকার্ড দেখা যায়। মনে করা হচ্ছে, এই লেখার মাধ্যমে ব্রাজিলিয়ান সেনাবাহিনীকে অচলাবস্থা নিরসনে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন হামলাকারীরা। গার্ডিয়ান, বিবিসি, আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বলসোনারোর সমর্থকদের হামলার পর প্রেসিডেন্ট ভবন এবং সুপ্রিম কোর্টের জিনিসপত্র চুরি হয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের এ তাণ্ডবকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যায়িত করে স্থানীয় টেলিভিশন চ্যানেল গ্লোবো নিউজ জানায়, ‘তিনটি ভবনে অভ্যুত্থানচেষ্টায় সন্ত্রাসীরা আক্রমণ করেছে।’ প্রায় তিন ঘণ্টা বলসোনারোর সমর্থকদের দখলে থাকার পর ভবনগুলোর নিয়ন্ত্রণ নেয় স্থানীয় কর্তৃপক্ষ। পুলিশ জানায়, এ ঘটনায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হওয়ার পর চলতি বছরের প্রথম দিন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন প্রবীণ বামপন্থী রাজনীতিক লুইস ইনাসিও লুলা দা সিলভা। তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন তিনি। ওই নির্বাচনে হেরে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর হাজার হাজার কট্টরপন্থী সমর্থক লুলার জয় প্রত্যাখ্যান করেন। তারা পুনর্নির্বাচন, এমনকি পরিস্থিতি নিরসনে সেনাবাহিনীর হস্তক্ষেপেরও দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত রোববার ক্ষোভের এমন বিস্ফোরণ ঘটলো। এ ঘটনাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল হামলার ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল হিল ভবনে ওই হামলা হয়। প্রেসিডেন্ট লুলা দা সিলভা রোববারের ঘটনাটির জন্য বলসোনারোকে দায়ী করে এক ভাষণে বলেছেন, এতে যারাই জড়িত থাকুক শাস্তি পেতে হবে।
Link copied!