বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে নারী পাচার: আলোচিত সেই নদী গ্রেপ্তার

প্রকাশিত: ০১:৪৫ এএম, জুন ২২, ২০২১

ভারতে নারী পাচার: আলোচিত সেই নদী গ্রেপ্তার

সামাজিকমাধ্যম টিকটক ব্যবহার করে কৌশলে ভারতে নারী পাচারের মামলায় অন্যতম আসামি নদীসহ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। সোমবার বিকেলে নড়াইল ও যশোর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার আসামিদের ঢাকায় আনা হচ্ছে। বাকি সদস্যদের তথ্য পরবর্তীতে জানানো হবে।’ ভারতে পাচার হওয়ার পর দেশে পালিয়ে এসে গত ১৯ জুন নদীসহ ২২ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেন এক তরুণী। ওই তরুণী জানান, তিনি পাচার হওয়ার আগে তার বড় বোনও নদীর মাধ্যমে পাচার হয়েছিলেন। পরে বোন অসুস্থ বলে তাকে ও তার ছোট খালাকে ভারতে নিয়ে যাওয়া হয়। ওই তরুণী ফিরে আসলেও তার বড় বোন ও খালা কোথায় আছে তা জানেন না তিনি। সম্প্রতি ভারতে নারী পাচারের বিষয়টি সামনে আসে সে দেশে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর। তখনই জানা যায়, টিকটক ভিডিও করে পরিচয়ের সূত্র ধরে ভারতে নারী পাচারের একটি চক্র গড়ে উঠেছে। দুই দেশেই ব্যাপক আলোচিত ওই ঘটনায় ‘টিকটক হৃদয়’ নামে পরিচয় পাওয়া রিফাদুল ইসলাম হৃদয় বাবুসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে। একই ঘটনায় বাংলাদেশেও মামলা হয়েছে। ভারত থেকে পালিয়ে আসা দুই তরুণীও মামলা করেছেন। হাতিরঝিল থানার এই তিন মামলায় বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে সর্বশেষ শনিবার রাতে আরও দুটি মামলা হয়েছে। মামলা দুটি করেছেন ভারত থেকে পালিয়ে আসা আরও দুই তরুণী। সব কটি মামলায় টিকটক হৃদয়সহ তার চক্রের সদস্যদের আসামি করা হয়েছে। একটি মামলায় নদীসহ ২২ জনকে আসামি করা হয়। যেভাবে পাচার যে তরুণীর মামলায় নদী গ্রেপ্তার হয়েছেন, তার ছদ্মনাম সায়মা। তিনি জানান, চার বোনের মধ্যে তিনি মেজো। থাকতেন রাজধানীর মাতুয়াইলে। তার বাবা টাইলস মিস্ত্রি। ২০১৪ সালে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। মা আরেকজনকে বিয়ে করেন। মা ও সৎবাবার সঙ্গে চার বোন কাজলায় থাকতে শুরু করেন। ফেসবুকে ভারতপ্রবাসী নদীর সঙ্গে পরিচয় হয় সায়মার। তিনি জানান, বেঙ্গালুরুতে বিউটি পারলারে লোক নেবে। মাসে ৩০ হাজার টাকা বেতন। ৫ জন মেয়ে নেবে। এই প্রস্তাব সায়মা তার মাকে জানালে তিনি রাজি হননি। কিন্তু বড় বোন সংসারের অভাব-অনটনের কথা চিন্তা করে মাকে রাজি করান। সায়মা জানান, নদীর কথামতো যশোরের বেনাপোল এলাকার ইসরাফিল হোসেন খোকন তার বড় বোনকে ফোন করেন। পরে নদীর নির্দেশনা মতো তার বড় বোন ২০২০ সালের ২০ নভেম্বর রাতে যশোরের উদ্দেশে বাসযোগে যাত্রা শুরু করেন। ভোর সাড়ে ৫টার দিকে খোকনের নির্দেশনা মোতাবেক যশোরের শার্শা এলাকায় বাস থেকে নামে তার বড় বোন। ভারতে নারী পাচারের বিষয়টি সামনে আসে সে দেশে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ছড়ানোর পর সেখান থেকে তরিকুল নামে একজনের ইজিবাইকে আল-আমিন নামে একজনের বাসায় যান বোন। ২১ নভেম্বর রাত ১০টার দিকে বেনাপোল সীমান্তের দিকে যাওয়ার সময় শেষবার বোনের সঙ্গে কথা হয় সায়মার। পরের দিন তার ইমো নম্বরে ফোন করেন নদী। কিন্তু তিন-চার দিন পর বোনের খোঁজ নিতে নদীর ইমো নম্বরে ফোন দিয়ে বন্ধ পান তিনি। ছোট বোন ও খালাকে পাচারের ফাঁদ ১০-১২ দিন পর আবার নদীর ভারতীয় ইমো নম্বরে ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর বিউটি নামে আরেকজনের ইমো নম্বরে ফোন করলে তিনি জানান, তার বড় বোন অসুস্থ। হাসপাতালে ভর্তি আছে। চিকিৎসা হচ্ছে। তবে সেখানে দেখাশোনা করার মতো লোক নাই। এই কথা শুনে সায়মা ও তার ছোট খালা ভারত যেতে চান। ২০২০ সালের ১৬ ডিসেম্বর মগবাজারের নূরজাহান আবাসিক হোটেলের সামনে নদীর সঙ্গে দেখা হয় তার ও ছোট খালার। নদী সিএনজিচালিত অটোরিকশায় সেখান থেকে তাদের কল্যাণপুরে নিয়ে যায়। এরপর যশোরের বেনাপোলের দুটি টিকিট করে বাসে উঠিয়ে দিয়ে জানায়, সকালের দিকে তার লোক এসে তাদের নিয়ে যাবে। ২০২০ সালের ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে হেঁটে হেঁটে সীমান্ত পাড়ি দেন তারা। ভারতে নারী পাচারে টিকটক হৃদয় বাবু ও নদী মিলিয়ে একটি চক্র গড়ে ওঠার তথ্য জানিয়েছে পুলিশ ভারতে বিউটি পারলারে কাজের কথা বলে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির একটি বাসায় সায়মাকে এবং তার খালাকে কেরালার একটি হোটেলে পাঠানো হয়। সেখানে আমাদের দুজনের ওপরই যৌন নির্যাতন চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়। সেখানে হৃদয় বাবু, সাগর, আখিল, রুবেল ওরফে রাহুল, সবুজ বিউটির বাসায় এসে সায়মার বোনকে খুব মারধর করে। পরে তাকে ও তার সঙ্গে কয়েকজনকে চেন্নাই, কেরালা ও বেঙ্গালুরুর বিভিন্ন হোটেলে ও ম্যাসেজ সেন্টারে পাঠানো হয়। একপর্যায়ে তার পেটে বাচ্চা আসে। গত ২ মে বেঙ্গালুরুর একটি ম্যাসেজ সেন্টারের জানালা ভেঙে পালাতে সক্ষম হন। আর ট্রেনে কলকাতা এসে ৬ মে বাংলাদেশে আসেন। পালিয়ে আসা এই তরুণী জানান, বেঙ্গালুরুতে অবস্থানকালে কৌশলে সবার নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে রাখেন। ২২ জন ও ১৪ জনের নাম উল্লেখ করে মামলা সায়মার করা মামলায় ২২ আসামির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন নদী, ইসরাফিল হোসেন ওরফে খোকন, তরিকুল, আল-আমিন, আব্দুল হাই ওরফে সবুজ, সাইফুল, তাসলিমা ওরফে বিউটি, বিনাশ শিকদার, আমিরুল, মেম্বার, আনিস, আলম, মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন, সালাম, বকুল ওরফে ছোট খোকন, পলক মণ্ডল, রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়, আখিল, সাগর, রুবেল ওরফে রাহুল ও সবুজ। হাতিরঝিল থানায় করা আরেক মামলায় টিকটক হৃদয়সহ ১৪ আসামির নাম উল্লেখ আছে। অপর ১৩ জন হলেন ইসরাফিল হোসেন ওরফে খোকন, তরিকুল, আল-আমিন, আব্দুল হাই ওরফে সবুজ, আমিরুল, সাইফুল, পলক মণ্ডল, বকুল ওরফে ছোট খোকন, সাগর, সবুজ, রুবেল ওরফে রাহুল, আখিল ও ডালিম।
Link copied!