মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভূমধ্যসাগরে নৌডুবিতে ১৭ বাংলাদেশির সলিল সমাধি

প্রকাশিত: ১০:৫৯ এএম, জুলাই ২২, ২০২১

ভূমধ্যসাগরে নৌডুবিতে ১৭ বাংলাদেশির সলিল সমাধি

ডেইলি খবর ডেস্ক: সুখের আসায় অভিবাসনের টার্গেট নিয়ে ইউরোপের উদ্দেশে জীবন ঝুঁকি নিয়ে যাওয়া মানুষের মৃত্যুর তালিকায় যুক্ত হলেঅ আরও ১৭ বাংলাদেশি। বুধবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানিয়েছেন,লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌযানডুবিতে কমপক্ষে ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। সেদেশের কোস্টগার্ড সাগর থেকে ৩৮০ জনের বেশি আরোহীকে উদ্ধার করেছে। লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুয়ারা থেকে সিরিয়া, মিসর, সুদান, মালি ও বাংলাদেশের অভিবাসীদের নিয়ে রওনা দেয় নৌযানটি। রেড ক্রিসেন্ট কর্মকর্তা মংগি স্লিম বলেন,“১৭ জন বাঙালি মারা গেছে এবং ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে যারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের পথে রওনা দিয়েছিল।”
Link copied!