শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহাকাশে উৎপন্ন মরিচ দিয়ে নাস্তা নভোচারীদের!

প্রকাশিত: ০৯:০৬ পিএম, নভেম্বর ৩, ২০২১

মহাকাশে উৎপন্ন মরিচ দিয়ে নাস্তা নভোচারীদের!

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রোপন করা মরিচগাছ থেকে মরিচ তুলে একটি খাবার বানিয়েছেন নভোচারীরা। ২৯ অক্টোবর মার্কিন নভোচারী মেগান ম্যাকআর্থার তাদের এই অর্জন নিয়ে একটি টুইট করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মেগানের টুইটের পর নাসার পক্ষ থেকে টুইট করে বিষয়টি আনুষ্ঠানকিভাবে জানানো হয়। এরপর আবারও এ নিয়ে টুইট করে অভিজ্ঞতার কথা জানান মেগান। ‘প্ল্যান্ট হ্যাভিটেট-০৪’ শীর্ষক গবেষণার অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মরিচ ফলানো হয়েছে। আইএসএসে কর্মরত মেগান পোস্টে জানিয়েছেন, মহাকাশে জন্মানো মরিচ তুলে মেক্সিকান পদ ‘টাকো’ বানিয়ে এর স্বাদও নিয়েছেন নভোচারীরা। তিনটি ছবি পোস্ট করেছেন মেগান। এর মধ্যে একটিতে মরিচ, একটিতে রুটির মতো একটি খাবারের ওপর মরিচ ও অন্য সবজি এবং আরেকটিতে ওই খাবার ধরে আছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা, ‘ফ্রাইডে ফিস্টিং। লাল ও সবুজ মরিচের স্বাদ নেওয়ার সুযোগ হয়েছে আমাদের। আমি আমার সেরা মহাকাশ টাকো বানিয়েছি। ফাজিতা বিফ, রিহাইড্রেটেড, টমেটো ও আর্টিচোক এবং মরিচ দিয়ে ওই খাবার বানিয়েছেন বলে জানিয়েছেন তিনি। নভোচারী মেগানের টুইটের পরই আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। জানতে চেয়ে নানা বিষয় নিয়ে কমেন্ট করেছেন তারা।
Link copied!