বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়া যেতে সতর্ক থাকার পরামর্শ

প্রকাশিত: ০৯:৪৬ এএম, ডিসেম্বর ২৭, ২০২১

মালয়েশিয়া যেতে সতর্ক থাকার পরামর্শ

মালয়েশিয়ার স্থগিত হওয়া শ্রমবাজার চালু করতে দুদেশের মধ্যে গত ১৯ ডিসেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কিন্তু মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তাই যারা মালয়েশিয়ায় কাজ করতে যান, তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার। কাউকে এ বিষয়ে টাকা-পয়সা না দেওয়ার জন্য বলা হচ্ছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এক সতর্ক বার্তায় বলছে, মালয়েশিয়ায় যাওয়ার জন্য বেসরকারি রিক্রুটিং এজেন্সির সঙ্গে এখনই আগাম লেনদেন করা থেকে সতর্ক থাকতে হবে। কেননা এবার বিএমইটির তথ্যভান্ডার থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। তার আগে সরকারের পক্ষ থেকে সব তথ্য জানানো হবে। বিএমইটি আরও বলছে, তথ্যভান্ডারে যাদের নাম আছে তারাই শুধু মালয়েশিয়া যেতে পারবেন। ওই দেশে চাকরির সুযোগের বিজ্ঞপ্তিও তারাই প্রকাশ করবে।
Link copied!