বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাসে এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের-স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৩ পিএম, জুলাই ২৫, ২০২১

মাসে এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের-স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: দেশে প্রতিমাসে এক কোটি মানুষকে টিকার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, 'করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা দেয়ার কোনো বিকল্প নেই। তাই মাসে এক কোটি মানুষকে টিকা দেওয়াার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা ২১ কোটি টিকার ব্যবস্থা করেছি। রোববার (২৫ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ফিল্ড হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী এই তথ্য জানান।জাহিদ মালেক বলেন,দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এই অবস্থায় শীঘ্রই হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিতে পারে। মনে রাখতে হবে, সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না। শহরে হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৭৫ শতাংশ গ্রাম থেকে আসা। ঈদে গ্রামে যাওয়া আসার কারণে করোনা সংক্রমণ ৫ থেকে ৬ গুণ বেড়েছে।মন্ত্রী আরও জানান,আগামী শনিবার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিএসএমএমইউয়ে এক হাজার শয্যার ফিল্ড হাসপাতালটি চালু করা হবে। এখানে ২০০ আইসিইউ,এইচডিইউসহ এক হাজার শয্যা থাকছে।করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতে নতুন সংকট তৈরি করেছে ডেঙ্গু। প্রতিদিনই হাসপাতালের বারান্দায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু আক্রান্তদের অনেকেই হাসপাতালে এসে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন। এই নাজুক পরিস্থিতি বিবেচনায় সরকার ডেঙ্গু রোগীদের জন্য সুনির্দিষ্ট হাসপাতালের ব্যবস্থা করার পরিকল্পনা নিচ্ছে।
Link copied!