বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

মায়ের কিডনি নিয়েও বাঁচতে পারলেন না এই অভিনেত্রী

প্রকাশিত: ০৫:২৫ এএম, নভেম্বর ২৩, ২০২০

মায়ের কিডনি নিয়েও বাঁচতে পারলেন না এই অভিনেত্রী

ভারতের টিভি অভিনেত্রী লীনা আচার্য মারা গেছেন। শনিবার দিল্লিতে কিডনি বিকল হয়ে মৃত্যু হয় তার। ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রায় দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী। লীনার মা মেয়েকে বাঁচাতে একটি কিডনিও তাকে দান করেছিলেন। কিন্তু সেটি তার দেহে ঠিকমতো কাজ করেনি। লীনার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তার সহঅভিনেতা ও অভিনেত্রীরা। ২০১৮ সালে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘হিচকি’ ছবিতে দেখা যায় লীনা আচার্যকে। এ বছরের শুরুতে ওয়েব শো ‘ক্লাস অব ২০২০’-এ দেখা গেছে লীনাকে। টেলি শো ‘শেঠজি আপকে আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’তে অভিনয় করেছিলেন তিনি।
Link copied!