মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

মিরাজের সেঞ্চুরি, প্রথম ইনিংসে রানের পাহাড় বাংলাদেশের

প্রকাশিত: ০৯:০৩ এএম, ফেব্রুয়ারি ৪, ২০২১

মিরাজের সেঞ্চুরি, প্রথম ইনিংসে রানের পাহাড় বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। মাঠে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। ওপেনিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল-সাদমান ইসলাম। প্রথম দিন ৫ উইকেট হারালেও অনেকটা ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন লিটন। লিটন যখন উইকেটে আসেন তখন ৫৫ বল খেলে ২৭ রানে অপরাজিত ছিলেন সাকিব। দিনের বাকি ছিল ১৫.৪ ওভার তথা ৯৪ বল। নতুন ব্যাটসম্যান হলেও দিনের শেষভাগের বেশিরভাগ বল খেলেন লিটন। দিন শেষে তিনি অপরাজিত থাকেন ৬ চারের মারে ৫৮ বলে ৩৪ রান করে। অন্যপ্রান্তে সাকিবের সংগ্রহ ৯২ বলে ৪ চারের মারে ৩৯ রান। ৫ উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে টিম বাংলাদেশ। দলীয় রান যোগ করে নিজে কোন রান না করেই বিদায় নেন লিটন। লিটন বিদায় নিলেও হাফসেঞ্চুরি তুলে নেন সাকিব। এরপর সেঞ্চুরির আশা জাগিয়ে বিদায় নেন সাকিব। ৬৮ রানে সাকিবের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু এমন চাপের মুখে হাফসেঞ্চুরি তুলে নিয়ে রানের পাহাড়ের দিকে নিয়ে মিরাজ। মিরাজকে ভালো সঙ্গ দিচ্ছিলেন তাইজুল ইসলাম। কিন্তু ব্যক্তিগত ১৮ রানের মাথায় শ্যানন গ্যাব্রিয়েল বলে জসুয়া ডি সিলভা ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তাইজুল। অন্যদিকে প্রথম সেঞ্চুরির পথে রয়েছেন মিরাজ। এর আগে তার সর্বোচ্চ রান ছিলো ৬৮। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে নিজের প্রথম কাঙ্খিত টেস্ট সেঞ্চুরির দেখা পান। ১৬০ বলে ১৩ চারে সাহায্যে এই মাইলফলক স্পর্শ করলেন মিরাজ। অবশ্য সেঞ্চুরির পর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি। ১০৩ রানে রাকিম কর্নওয়ালের বলে ফিরে যান। তার আউটে বাংলাদেশে প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে। নাঈম হাসান ২৪ রানে অপরিজত থাকেন। ৪৩০ রানে বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জসুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), শেন মোসলে, কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকেন, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।
Link copied!