শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে যা বললেন ইসি আলমগীর

প্রকাশিত: ০২:০১ পিএম, মে ২৫, ২০২৩

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে যা বললেন ইসি আলমগীর

সুষ্ঠু নির্বাচন করার জন্য যা করার নির্বাচন কমিশন তাই করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু না হলে জড়িতদের যুক্তরাষ্ট্র ভিসা দেবে না এমন সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কারণ এগুলো হলো আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। এটা আমাদের নয়। আমাদের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। এজন্য যা করা দরকার সবই করব। এর আগে বুধবার মার্কিন পররারষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যে বাধা সৃষ্টি করবে, তাদের ভিসার না দেওয়ার সিদ্ধান্ত এসেছে। বিষয়টি নিয়ে মতামত জানতে চাইলে মো. আলমগীর বলেন, এখন কে বাধা দিয়েছে তা কমিশনের অংশ না। সে বিষয়ে কোনো রাষ্ট্র বা সরকারে সঙ্গে তাদের কী বোঝাপড়া আছে বা কী হবে তা তারা বলতে পারবে। আমার কিছু বলার নাই।
Link copied!