শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে গুলিতে হতাহত ১৩, হামলাকারীর ‘আত্মহত্যা’

প্রকাশিত: ১২:০৯ পিএম, সেপ্টেম্বর ২৪, ২০২১

যুক্তরাষ্ট্রে গুলিতে হতাহত ১৩, হামলাকারীর ‘আত্মহত্যা’

বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের একটি সুপার মার্কেটে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১২ জন। ঘটনাস্থলের পাশ থেকে বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে মেমফিস শহরের ৫৬ কিলোমিটার পূর্বে কলিয়েরভিলে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্থানীয় পুলিশপ্রধান ডেল লেন জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অস্ত্রোপচার চলছে এবং আরেকজন আইসিইউতে রয়েছেন। হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমরা মানুষদের ফ্রিজারের ভেতর লুকানো ও অফিসগুলোতে আটকে থাকা অবস্থায় খুঁজে পাই। তবে হামলাকারীর নাম-পরিচয় বা উদ্দেশ্য জানাননি ডেল। এ ঘটনায় সন্ত্রাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন এ কর্মকর্তা। এর সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। যুক্তরাষ্ট্রে সম্প্রতি জনসমাগমপূর্ণ জায়গাগুলোতে বন্দুকহামলার ঘটনা বেড়ে গেছে। গত মার্চে কলোরাডোয় ক্রোগারের মালিকানাধীন কিং সুপারস সুপারমার্কেটে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন প্রাণ হারান।
Link copied!