বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ৬৫ ঊর্ধ্বদের বুস্টার ডোজ

প্রকাশিত: ১১:৪০ এএম, সেপ্টেম্বর ১৯, ২০২১

যুক্তরাষ্ট্রে ৬৫ ঊর্ধ্বদের বুস্টার ডোজ

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৫ বছরের ঊর্ধ্বে এবং উচ্চঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিদের ফাইজার-বায়োএনটেকের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফডিএ) এ অনুমোদন দিয়েছে। শুধু বয়স্ক ও যারা উচ্চঝুঁকিতে রয়েছেন, কেবল তাদের বুস্টার ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছেন এফডিএ’র অধিকাংশ বিশেষজ্ঞ। এর আগে ফাইজার-বায়োএনটেক গণহারে বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন পাওয়ার আবেদন করেছিল। এফডিএ’র উপদেষ্টা প্যানেল শুক্রবার মার্কিনিদের গণহারে বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে। আগামী সপ্তাহ থেকে করোনার ডেল্টা ধরন ঠেকাতে বাইডেন প্রশাসন বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছিল। সে অনুযায়ী, ফাইজার গণহারে বুস্টার ডোজ দেওয়ার অনুমোদনের জন্য আবেদন করে। কিন্তু এফডিএ’র অধিকাংশ বিশেষজ্ঞ শুধু বয়স্ক ও যারা উচ্চঝুঁকিতে রয়েছেন তাদের জন্যই এটা অনুমোদন দিলো। আল-জাজিরা।  
Link copied!