বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুগ্ম চ্যাম্পিয়ন হলে কে কত অর্থ পাবে?

প্রকাশিত: ০১:৩৪ এএম, জুন ২২, ২০২১

যুগ্ম চ্যাম্পিয়ন হলে কে কত অর্থ পাবে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে রোমাঞ্চ আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই রোমাঞ্চ নষ্ট করে দিচ্ছে বৃষ্টি। প্রবল বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে সাউদাম্পটনে প্রথম চারদিনে খেলা হয়েছে সাকুল্যে ১৪১.১ ওভার। প্রথম ইনিংসে ভারতের ২১৭ রানের জবাবে দুই উইকেটে ১০১ রানে তৃতীয়দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। সোমবার চতুর্থদিন শেষেও একই জায়গায় আটকে আছে স্কোর বোর্ড। প্রথমদিনের মতো সোমবারও পুরো দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। মঙ্গলবার পঞ্চম দিনে ম্যাচের নিষ্পত্তি না হলে খেলা গড়াবে রিজার্ভ ডেতে। তবে ইংল্যান্ডের বেরসিক আবহাওয়া যেভাবে ভোগাচ্ছে তাতে ষষ্ঠ দিনেও নিষ্ফলা থাকতে পারে ফাইনাল। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ভারত ও নিউজিল্যান্ডকে। ভারত-নিউজিল্যান্ড যুগ্ন চ্যাম্পিয়ন হলে শিরোপার মতো ২৪ লাখ ডলার প্রাইজমানিও ভাগাভাগি করে নেবেন উভয় দলের ক্রিকেটাররা।
Link copied!