শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লকডাউন অমান্য করায় ঢাকায় আরও ৫ শতাধিক গ্রেফতার

প্রকাশিত: ০৭:৩৬ পিএম, জুলাই ২৫, ২০২১

লকডাউন অমান্য করায় ঢাকায় আরও ৫ শতাধিক গ্রেফতার

ডেইলি খবর ডেস্ক: লকডাউন অমান্য করায় ঢাকায় আরও ৫ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন যারা অমান্য করবেন একই ব্যবস্থা আগামী ৫আগস্ট পর্যন্ত এটা অব্যহত থাকবে। গতকাল লকডাউনের তৃতীয় দিনে অমান্য করায় রাজধানী ঢাকায় ৫ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, লকডাউন অমান্য করায় গ্রেফতার করা হয়ে ৫৮৭ জনকে। একই সঙ্গে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এদিকে ডিএমপি ট্রাফিক কর্তৃক ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শনিবার রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
Link copied!