বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘শাকিলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবো’মরিয়ম চম্পা

প্রকাশিত: ১০:২৯ এএম, নভেম্বর ৭, ২০২১

‘শাকিলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবো’মরিয়ম চম্পা

ডেইলি খবর ডেস্ক: সবকিছু হারিয়েছি। নতুন করে আমার এখন হারানোর কিছু নেই। আমার চাকরি গেছে। আমার তো সংসার আগে থেকেই ছিল না। এখন তো চূড়ান্তভাবে কিছুই নেই। এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আইনি লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে একমাত্র লড়াই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন অবস্থায় এভাবেই কথাগুলো বলছিলেন ভুক্তভোগী এই নারী চিকিৎসক। সম্প্রতি বেসরকারি টেলিভিশন একাত্তর টিভি’র বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ (১) পেনালকোড ৩১৩ ধারায় মামলাটি করেন তিনি। মামলা নম্বর-৬। এতে শাকিলের বিরুদ্ধে ভ্রূণ হত্যার অভিযোগও আনা হয়েছে। বর্তমানে ডাক্তারি পরীক্ষার জন্য ঢামেকের ওসিসিতে ভর্তি আছেন তিনি। ভুক্তভোগী নারীর সঙ্গে কথা হয় মানবজমিন-এর। তিনি বলেন, বিভিন্নভাবে জানতে পেরেছি শাকিলের স্ত্রী দেশে ফিরে আমার খুব ভয়াবহ অবস্থা তৈরি করবে। প্রথমত: আমার এখন হারানোর কিছু নেই। আমার চাকরি গেছে। আমারতো সংসার অনেক আগে থেকেই ছিল না। এখনতো চূড়ান্তভাবে কিছুই নেই। মানুষের রিজিকে হাত দেয়া খুব ভয়াবহ। আমাকে নিউজ চ্যানেল থেকেও মৌখিকভাবে ইতিমধ্যে অব্যাহতি দেয়া হয়েছে। এখন আমার কিন্তু কিছুই নেই। ওনারা (শাকিল) যদি পাওয়ার খাটায় সেক্ষেত্রে সর্বোচ্চ কি করবেন জানি না। সবচেয়ে বড় কথা আমি আমার জীবনকে হারিয়েছি। শাকিল আমার সঙ্গে প্রতারণা করেছে। এটার শাস্তি সে পাবেই। এক্ষেত্রে প্রকৃতির প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল। চাকরি হারানো এবং মামলা প্রসঙ্গে এই নারী চিকিৎসক বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলোতে কখনো চাকরিচ্যুত করে না। বরং সরকারি কর্মকর্তাদের কাছ থেকেই অব্যাহতি পত্র নেয়া হয়। উচ্চতর ডিগ্রিঅর্জনে বিদেশে গেলে সেখান থেকে ফুসলিয়ে আমাকে দেশে নিয়ে আসেন। তিনি যখন চূড়ান্তভাবে আমাকে অস্বীকার করেছেন তখনই আমি মামলা করেছি। তার চেয়ে বড় কথা আমার পরিবারকে এ বিষয়ে বোঝাতে হয়েছে। তাদেরকে সত্য কথা বলতে হয়েছে। এবং দিনের পর দিন আমি ভিকটিম হয়েছি। এটা একদিনের বিষয় ছিল না। যে দিন আমি গণমাধ্যমে সংবাদ সম্মেলন করি সেদিনও শাকিলের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। এ সময় শাকিলকে বলি, আমি এ রকম (সংবাদ সম্মেলন) কোনো কিছু করবো না। তাকে আশ্বস্ত করে বলি, আপনি আসেন বিষয়টি আমরা নিজেরা সমাধান করি। তিনিও আসার কথা স্বীকার করেছিলেন। তিনি সেটা না করে বরং তার স্ত্রীকে দিয়ে ফোন করায়। এ বিষয়ে জানতে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভি’র বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদের মুঠোফোন নম্বরে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। গুলশান বিভাগের উপ-কমিশনার মো: আসাদুজ্জামান এ বিষয়ে বলেন, ভুক্তভোগী এক নারী চিকিৎসক শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।সুত্র-মানবজমিন
Link copied!