শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সচেতনতায় গুগলের ডুডল

প্রকাশিত: ০৯:৪১ এএম, মে ১০, ২০২১

সচেতনতায় গুগলের ডুডল

বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এবার করোনা (কোভিড-১৯) সচেতনতায় অনুপ্রাণিত করতে ডুডল প্রকাশ করেছে। মাস্ক পরিধান করুন ও জীবন বাঁচান, সে লক্ষ্যে ডুডলে মাস্ক নিয়েও সচেতনামূলক ছবি প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ মে) এই ডুডল প্রকাশ করে গুগল। প্রকাশের পর এখন পর্যন্ত ডুডলটি যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, ভারতসহ কয়েকটি দেশ থেকে দেখা যাচ্ছে। ডুডলটির মাধ্যমে গুগলের বার্তা হচ্ছে – ‘Wear a mask.Save lives’. এর অর্থ ‘মাস্ক পরুন, জীবন বাঁচান’। ডুডলটিতে মাস্ক বা আঙ্গুল রাখলে এই বার্তাটি ভেসে উঠছে। এছাড়াও ডুডলটিতে ক্লিক করলে করোনাভাইরাসের সর্বশেষ আপডেট সম্পর্কিত বিভিন্ন লিংক দেখাচ্ছে গুগল।
Link copied!