শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সতর্কবার্তা শিক্ষা মন্ত্রণালয়ের

প্রকাশিত: ১০:৩২ এএম, সেপ্টেম্বর ২৪, ২০২১

সতর্কবার্তা শিক্ষা মন্ত্রণালয়ের

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে তাদের কাছ থেকে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এই চক্র থেকে সতর্ক থাকতে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান দেওয়া হবে বলে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের মোবাইল ব্যাংক হিসাবের গোপনীয় পিন কোড নম্বর জেনে সেই অ্যাকাউন্ট হতে অর্থ হাতিয়ে নিচ্ছে। ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সুনাম নষ্ট হচ্ছে এবং এ বিভাগের প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মন্ত্রণালয় থেকে মোবাইল ব্যাংক হিসাবের গোপনীয় পিন কোড চাওয়া হয় না। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে অর্থ দাবি করা হয় না। যদি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অথবা অন্য যেকোনো পরিচয় দিয়ে পিন কোড বা অর্থ দাবি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ এ বিষয়ে প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।
Link copied!