শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমঝোতায় যাচ্ছেন জিএম কাদের-রওশন-রাঙ্গা

প্রকাশিত: ০১:০৭ পিএম, নভেম্বর ২৮, ২০২২

সমঝোতায় যাচ্ছেন জিএম কাদের-রওশন-রাঙ্গা

চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর রোববার দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। দেশে ফিরেই তিনি দলের বিভেদ ভুলে একতার ডাক দিয়েছেন। বলেছেন দলের ঐক্য বজায় রাখতে জাপাকে বিভক্ত করার কোনো রকম ইচ্ছে তার নেই। বরং সব এমপি, প্রেসিডিয়াম সদস্য এবং অন্যান্যদের সঙ্গে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করতে তাদের সঙ্গে বসতে তিনি তার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আমি নিশ্চিত, সেই ভুল বোঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধভাবে শিগগিরই রাজনৈতিক কর্মসূচিতে ফিরতে পারব। এদিকে রওশন এরশাদ দেশে ফিরে আসায় তাকে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আসেন দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা। সেসময় দেবর-ভাবির মীমাংসার দায়িত্ব নিতে চান বলে সাংবাদিকদের জানান তিনি। তিনি বলেন, দল না করার শর্তেও যদি তাদের (রওশন ও জিএম কাদের) মীমাংসা করা দরকার পড়ে, আই উইল ডু ইট। দেবর-ভাবির মধ্যে মনোমালিন্য আছে জানিয়ে রাঙ্গা বলেন, জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে মনোমালিন্য আছে। এটা আগেও বলেছি, দুজন একসঙ্গে বসলে এটার সমাধান হয়ে যাবে। অথচ এই রাঙ্গাই দল থেকে অব্যাহতি পাওয়ার পর জিএম কাদেরের বিরুদ্ধে নানা সমালোচনা করেছিলেন। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আসল পার্টি নয় বলে জানিয়ে ছিলেন এবং রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিই আসল পার্টি বলে দাবি করেন এবং জিএম কাদেরকে তিনি ব্যবসায়ী পার্টি হিসেবে অ্যাখ্যায়িত করেন। অথচ এখন তিনি দেবর-ভাবির মধ্যে সমঝোতার দায়িত্ব নিতে চান। এখন প্রশ্ন উঠছে তাহলে কি জাতীয় পার্টিতে ত্রিমূখী সমঝোতা হতে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নানা বাস্তবতার কারণেই জাতীয় পার্টিতে সবাই এখন নমনীয় পন্থা অবলম্বন করছেন। বিশেষ করে সংসদের বিরোধী দলের নেতার পদ থেকে রওশন এরশাদকে সরিয়ে দিতে স্পিকারের বরাবর জাতীয় পার্টির চিঠি এবং সংসদে জিএম কাদেরকে বিরোধী দলের নেতা বানানোর দাবিতে সংসদ বর্জন যেমন রওশন এরশাদকে কোণঠাসা করেছে তেমনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞাদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞাদেশ বহাল আছে। এমন বাস্তবতায় সব পক্ষই নমনীয় পন্থা অবলম্বন করছেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে জাতীয় পার্টিতে যদি ত্রিমুখী কোনো সমঝোতা হয় তবে সেটা অবাক হওয়ার কিছু হবে না। এখন দেখা বিষয় রওশন এরশাদ ও রাঙ্গা কি পদক্ষেপ নেয়।
Link copied!