শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকারবিরোধী আন্দোলনকে গতি দিচ্ছে সরকার

প্রকাশিত: ১২:৪১ পিএম, আগস্ট ৭, ২০২২

সরকারবিরোধী আন্দোলনকে গতি দিচ্ছে সরকার

দেড় বছরেরও কম সময় বাকি আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের। প্রস্তুতির সময় হিসেবে খুব বেশি সময় নয়। রাজনৈতিক দলগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ এই সময়। ক্ষমতাসীন দল আওয়ামী যেমন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে, তেমনি সরকারবিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। উন্নয়ন কর্মকান্ডের ফলশ্রুতিতে সরকারি দল এতদিন একটা শক্ত অবস্থানে থাকলেও সেই অবস্থানে এখন ভাটা পড়েছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ের একের পর এক সংকট সরকারের এ সমস্ত উন্নয়ন আর অর্জনকে ম্লান করে দিচ্ছে। সংকট যেন কিছুতেই পিছু ছাড়ছে না সরকারের। মূল্যস্ফীতি ও ডলার সংকটে নিত্যপণ্যের দামে সংসার চালাতে এমনিতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ঠিক সে সময়ে এলো বড় দুঃসংবাদ। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে ৯ মাসের মাথায় ফের ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। এবার অকটেন ও পেট্রোলের দামও বেড়েছে। এক লাফে ৪৭ শতাংশের বেশি দাম বাড়ানো রেকর্ড তৈরি হয়েছে। ফলে জনরোষের বিস্ফোরণ ঘটেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমজনতাকেও বিক্ষোভ কর্মসূচি করতে দেখা গেছে। দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হওয়ার পর থেকেই সরকারবিরোধী শিবিরগুলো বলে আসছে শীঘ্রই দেশ শ্রীলঙ্কা হতে যাচ্ছে। সরকার এর তীব্র প্রতিবাদ করলেও এখন সংকট দিন দিন বাড়ছে। এতে সাধারণ মানুষের কাছে বিরোধী শিবিরের কথা, দেশ শ্রীলঙ্কা হয়ে যাওয়ার প্রচারণা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সারাদেশে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষও রাজপথে প্রতিবাদ জানিয়েছে। শুধু তাই নয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের অন্যতম শরিফ দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও এর তীব্র প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। এমন পরিস্থিতিতে সরকারবিরোধী আন্দোলন গতি পাচ্ছে বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের।
Link copied!