বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাউথ বাংলা ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনকে দুদকে তলব

প্রকাশিত: ১১:২৪ পিএম, সেপ্টেম্বর ২৩, ২০২১

সাউথ বাংলা ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনকে দুদকে তলব

ডেইলি খবর ডেস্ক: দেশের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসিবি) চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের ঋণ জালিয়াতির বিষয়ে ব্যাংকটির সাবেক এমডি মো:রফিকুল ইসলামসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুদক উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে তাদের আগামী ২৬ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। যে ৯ জনকে ডাকা হয়েছে তারা হলেন-এসবিএসিবির সাবেক এমডি ও সিইও মো: রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শওকত আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মামুনুর রশীদ মোল্লা, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো: জিয়াউল লতিফ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার খালেদ মোশারেফ, ভিপি ও শাখা প্রধান এসএম ইকবাল মেহেদী,এফএভিপি ও অপারেশন ম্যানেজার মোহা. মঞ্জুরুল আলম, সিনিয়র অফিসার বিদ্যুৎ কুমার মন্ডল ও এমটিও তপু কুমার সাহা।
Link copied!