শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সার্বিয়ার কাছে কখনোই হারেনি ব্রাজিল

প্রকাশিত: ১১:৫৯ এএম, নভেম্বর ২৪, ২০২২

সার্বিয়ার কাছে কখনোই হারেনি ব্রাজিল

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। লুসাইল আইকনিক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ সার্বিয়া। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এর আগে মাত্র দুইবারই মুখোমুখি হয়েছে দুই দল। দুবারের দেখাতেই জয় পেয়েছে সাম্বার দেশ ব্রাজিল। এর মধ্যে একটি ছিল গত বিশ্বকাপে, যেখানে ২-০ গোলে জয় পায় তিতের শিষ্যরা। অন্য ম্যাচটি হয়েছিল ২০১৪ সালে। আন্তজার্তিক সেই প্রীতি ম্যাচেও জিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, ১-০ ব্যবধানে। কাতারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। আগের সব কটি আসরেই খেলেছে সেলেসাওরা। অন্যদিকে সার্বিয়া এখন পর্যন্ত বিশ্বকাপে খেলেছে ১২ বার। ১২ আসরে তাদের সেরা সাফল্য সেমিফাইনালে অংশগ্রহণ। ১৯৩০ সালে কিংডম অব যুগোস্লাভিয়া হিসেবে সেমিফাইনালে খেলেছিল তারা। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে সবার শীর্ষে। নামের পাশে ১৮৩৭.৫৬ পয়েন্ট তাদের। অন্যদিকে তাদের প্রতিপক্ষ সার্বিয়ার বর্তমান ফিফা র‌্যাঙ্কিং ২১। তাদের পয়েন্ট ১৫৪৯.৫৩।
Link copied!