শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিডনিতে লকডাউন বাড়লো এক মাস

প্রকাশিত: ০৮:২৪ পিএম, জুলাই ২৮, ২০২১

সিডনিতে লকডাউন বাড়লো এক মাস

ডেইলি খবর ডেস্ক: বৈশ্বিক করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও টিকা দেওয়ার ধীর গতি বিবেচনা করে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে লকডাউন আরও এক মাস বাড়ানো হয়েছে। অন্যদিকে ভিক্টোরিয়া ও সাউথ ওয়েলসের লকডাউন শেষ হচ্ছে সিডনিতে চলমান পাঁচ সপ্তাহের লকডাউন ৩০ জুলাই শেষ হবে। বুধবারের নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ আগস্ট পর্যন্ত চলবে। তবে বিশেষজ্ঞরা কমপক্ষে সেপ্টেম্বর পর্যন্ত লকডাউনের কথা বলছেন। মূলত করোনার ভারতীয় ধরন ডেল্টার কারণে এ সিদ্ধান্ত। জুনের শেষ দিক থেকে এখানে দাপট চালাচ্ছে ধরনটি। সিডনিতে চলতি বছরে আড়াই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে সিডনিতে করোনার ডেল্টা সংক্রমণ নতুন করে শুরু হয়। নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গেøডিস বেরেজিকলিয়ান বলেছেন আমরা আমাদের লোকজনকে নিরাপদ রাখতে চাচ্ছি। কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন আগের অবস্থানে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারি। ৫০ লাখ মানুষ বসবাস করেন সিডনিতে। এখানে নতুন করে ১৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ দিকে দেশটিতে টিকা দেওয়ার গতি বেশ ধীর। এ পর্যন্ত প্রায় ১৩ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। ফাইজার/বায়োএনটেকের টিকা সরবরাহে ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনকার টিকা নিয়ে সন্দেহ থাকায় দেশটি এই টিকা ব্যবহার করছে না। অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা আড়াই কোটি। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৯২১ জন।
Link copied!