শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিভিল এভিয়েশনের প্রকৌশলী ও তার দুই স্ত্রীর সম্পদের হিসাব তলব

প্রকাশিত: ০৯:০৬ পিএম, সেপ্টেম্বর ২২, ২০২১

সিভিল এভিয়েশনের প্রকৌশলী ও তার দুই স্ত্রীর সম্পদের হিসাব তলব

ডেইলি খবর ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), সিভিল এভিয়েশন-২ এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস ভূইয়া ও তার দুই স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ আদেশ জারি করেন। সম্পদ বিবরণী দাখিলের নোটিশে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে সিভিল এভিয়েশন-২এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস ভূইয়া,তার দুই স্ত্রী মরিয়ম নেছা ও মারুফা আক্তার এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী নির্ধারিত ছকে দাখিল করতে নির্দেশ দিয়েছে দুদক।নোটিশে আরও বলা হয়,এই নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। এতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে দুদক।
Link copied!