মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী অ্যান্ডারসন

প্রকাশিত: ১০:৩১ এএম, নভেম্বর ২৫, ২০২১

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী অ্যান্ডারসন

ইউরোপের দেশ সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির স্যোশাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও বর্তমান অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। বুধবার (২৪ নভেম্বর) পার্লামেন্টের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। গত ১০ নভেম্বর সুইডেনের মধ্য বামপন্থি প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করায় এখন তার স্থলাভিষিক্ত হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। চলতি মাসের শুরুর দিকে স্যোশাল ডেমোক্র্যাটসের নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন ৫৪ বছর বয়সি অ্যান্ডারসন। পার্লামেন্টের ভোটাভুটিতে বামদের সমর্থন পাওয়ার জন্য শেষ মুহূর্তে তাদের সঙ্গে পেনশন বাড়ানোর একটি চুক্তিতে পৌঁছেছিলেন তিনি। এর আগে, তিনি স্যোশাল ডেমোক্র্যাটসের জোট সঙ্গী গ্রিন পার্টি ও সেন্টার পার্টির সমর্থন পান।
Link copied!