মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সুস্থ ২০৩১, মৃত্যু ৩৭

প্রকাশিত: ০৮:৫৫ এএম, জুন ২৪, ২০২০

সুস্থ ২০৩১, মৃত্যু ৩৭

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২,০৩১ জন। গতকাল মঙ্গলবার সুস্থ হয়েছিলেন ৮৮০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৯,৬৬৬ জন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। গতকাল মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ১,৫৮২ জন। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনলাইন বুলেটিনে বলা হয়, ৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬,৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৬,২৯২টি। এরমধ্যে আরও ৩,৪৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,২২,৬৬০ জন। আপনার সুরক্ষা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়। দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Link copied!