শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হজের জন্য ছুটি পেলেন ইংলিশ স্পিনার

প্রকাশিত: ০১:১৬ পিএম, জুন ২৪, ২০২২

হজের জন্য ছুটি পেলেন ইংলিশ স্পিনার

হজে অংশগ্রহণের জন্য ছুটি নিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই তিনি। এবার ইসলামের এই পবিত্র দায়িত্ব পালনে ছুটি চেয়েছেন ইংল্যান্ড দলের অন্যতম সেরা স্পিনার আদিল রশিদ। তার ছুটি মঞ্জুরও করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বোর্ড। সে অর্থে জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে এ স্পিনারকে পাচ্ছে না ইংল্যান্ড। শুধু বোর্ড থেকেই ছুটি পাননি আদিল রশিদ, নিজের কাউন্টি দল ইয়র্কশায়ারের অনুমতিও পেয়েছেন তিনি। ক্রিকইনফো জানিয়েছে, শনিবার হজের উদ্দেশ্যে সৌদি আরবের পথে উড়াল দেবেন আদিল রশিদ। জুলাইয়ের মাঝামাঝিতে তার দেশে ফেরার কথা। ১৯ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সিরিজে তাকে পাওয়া যেতে পারে। তবে ৭ জুলাইয়ে শুরু হয়ে ১৭ জুলাই শেষ হওয়া ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলছেন না রশিদ। এ সময়টা হজব্রত পালনে থাকবেন তিনি। ক্রিকইনফোকে আদিল রশিদ বলেছেন, ‘প্রতিবারও হজে যাওয়ার ভাবনায় ছিলাম। কিন্তু সময় করে ওঠা হচ্ছিল না। এ বছর মনে হলো, সব ছেড়ে আমাকে এটিই করতে হবে। ইসিবি ও ইয়র্কশায়ারের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। বিষয়টি তারা শুনেই ছুটি দিয়েছে, উৎসাহ দিয়েছে। আমি ও আমার স্ত্রী কয়েক সপ্তাহের জন্য যাব। এটা হবে আমার জন্য অনেক বড় মুহূর্ত।’
Link copied!