বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৫ কোটি রুপিতে আহমেদাবাদে রশিদ খান-হার্দিক পান্ডিয়া

প্রকাশিত: ০১:২০ পিএম, জানুয়ারি ১৯, ২০২২

১৫ কোটি রুপিতে আহমেদাবাদে রশিদ খান-হার্দিক পান্ডিয়া

আসন্ন মৌসুমকে সামনে রেখে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদে যোগ দিয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া-শুভমান গিল এবং আফগানিস্তানের রশিদ খান। আইপিএলের পঞ্চদশ আসর হবে ১০ দল নিয়ে। আগের ৮ দলের সঙ্গে যুক্ত হয়েছে আহমেদাবাদ ও লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। আগামী ২২ জানুয়ারির মধ্যে খেলোয়াড় নিবন্ধনের কাজ করতে হবে এই দুই ফ্র্যাঞ্চাইজিকে। এরপর প্রকাশ করতে হবে খেলোয়াড়দের তালিকা। সেই অনুসারে তিন ক্রিকেটার রশিদ খান, হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিলকে দলে নিল আহমেদাবাদ। এই তিন খেলোয়াড়ের দাম যথাক্রমে ১৫ কোটি, ১১ কোটি ও ৭ কোটি রুপি পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেখানে ১৫ কোটি রুপিতে রশিদ খান ও হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছে আহমেদাবাদ। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব উঠছে পান্ডিয়ার হাতে। মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ৭ বছরের সম্পর্ক ছিন্ন করে আহমেদবাদে যোগ দিলেন তিনি। অন্যদিকে ২০১৭-২১ মৌসুম পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন রশিদ খান। গত অক্টোবরে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনে সিভিসি ক্যাপিটাল পার্টনার্স (ইরেলিয়া কোম্পপানি প্রাইভেট লি.)। ইতোমধ্যে দলটি কোচিং স্টাফও নিয়োগ দিয়েছে। যেখানে আছেন ভারতের সাবেক পেসার আশীষ নেহরা, সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার ও প্রধান কোচ গ্যারি কারস্টেন ও সাবেক ইংলিশ ব্যাটার বিক্রম সোলাঙ্কি।
Link copied!