বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ১২:০১ পিএম, অক্টোবর ২৪, ২০২১

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরে সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব খেলে সুপার টুয়েলভ নিশ্চিত করতে হয়েছে বাংলাদেশকে। এর মধ্য দিয়ে পরবর্তী বিশ্বকাপের সুপার টুয়েলভও নিশ্চিত হয়েছে টাইগারদের। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসরে বাংলাদেশের মতো নামিবিয়া, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কাও সরাসরি সুপার টুয়েলভে খেলবে। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছে নামিবিয়া। বাছাই পর্বে গ্রুপ ‘এ’ থেকে রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে ওঠে তারা। ফলে অস্ট্রেলিয়া বিশ্বকাপেও দেখা যাবে নামিবিয়াকে। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ইতিমধ্যে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে। কারণ এবারের বিশ্বকাপে র‌্যাঙ্কিং অনুযায়ী সেরা আটে ছিল তারা। ২০২২ সালের শুরুতে দুটি কোয়ালিফাইং টুর্নামেন্টের মাধ্যমে পাঁচটি অঞ্চল থেকে বাকি ৪টি দল বেছে নেওয়া হবে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর ২০২০ সালে হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি পিছিয়ে ২০২২ সালে হবে।
Link copied!