বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারী দুই পক্ষের ‘ভয়াবহ’ সহিংসতা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৪, ০৯:০৩ পিএম

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারী দুই পক্ষের ‘ভয়াবহ’ সহিংসতা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী এবং ইসরায়েলপন্থি একটি দলের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ইউসিএলএর উপাচার্য মেরি ওসাকো এ ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ বলেছেন। সংঘর্ষের পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে ডাকা হয়েছে।

বিবিসি জানায়, নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের কয়েক ঘণ্টা পর লস অ্যাঞ্জেলেসের এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই বিরোধী পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা গেছে, মুখোশ পরা ইসরায়েলসমর্থকরা ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লাঠিপেটা করে।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ এক্সে বলেছে, ক্যাম্পাসে ব্যাপক সহিংসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে তারা সেখানে গেছে।

লস অ্যাঞ্জেলেসের কাউন্সিলউইমেন কেটি এক্সে এক পোস্টে বলেছেন, “প্রত্যেকেরই বাকস্বাধীনতা এবং বিক্ষোভ করার অধিকার আছে। কিন্তু ইউসিএলএ- এ ক্যম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ জায়গা আর নিরাপদ নয়।”

ইউসিএলএ- ক্যাম্পাসে সহিংসতার কয়েক ঘণ্টা আগে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অভিযান চালিয়ে হ্যামিল্টন হল থেকে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ।

ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে হলটি দখলে নিয়ে ২৪ ঘণ্টা ধরে সেখানে বিক্ষোভ চালিয়ে আসছিল।

মঙ্গলবার রাতে পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের পর দুই ঘণ্টার মধ্যে হ্যামিল্টন হল ও ওই তাঁবু থেকে সবাইকে হটিয়ে দেয়।

এ সময় বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় । তাদের হাত পিছমোড়া করে বেঁধে পুলিশ বাসে তুলে নিয়ে যাওয়া হয়।

দুই সপ্তাহ আগে থেকে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা ক্যাম্পাসের আইভি লিগ স্কুলের লনে তাঁবু খাটিয়ে শিবির গেড়ে বিক্ষোভ চালিয়ে আসছিল।

সোমবার দুপুর ২টার মধ্যে বিক্ষোভকারীদের ওই কর্মসূচি বন্ধের আল্টিমেটাম দিয়ে কর্তৃপক্ষ বলেছিল, আদেশ না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিক্ষোভবারীরা আল্টিমেটাম উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!