নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, হালনাগাদ ভোটার তালিকায় নতুন যুক্ত হতে যাচ্ছেন ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, হালনাগাদ কার্যক্রমে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ যাবে তাদের নাম। তিনি বলেন, এবার ৬১ লাখ নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্য ছিল। উল্লেখ্য,গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।এরপর ৫ ফেব্রæয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙ্গুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালানাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-২০১০ সাল,২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে আসছে নির্বাচন কমিশন ।চলমান প্রক্রিয়া।
আপনার মতামত লিখুন :