বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

‘অপারেশন ডেভিল হান্ট’সারাদেশে গ্রেপ্তার ১৩০৮ জন

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৮:৪২ পিএম

‘অপারেশন ডেভিল হান্ট’সারাদেশে গ্রেপ্তার ১৩০৮ জন

সারাদেশে শনিবার (৮ফেব্রæয়ারি) থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে রাত পৌনে ৯ পর্যন্ত ১৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।রোববার (৯ ফেব্রæয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে সারাদেশের রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে ১ হাজার ৩৪ জনকে।
‘অপারেশন ডেভিল হান্ট’ কী, কারা করবেন, ধরা পড়বে কারা
উল্লেখ্য, ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার। ফলে ডেভিল হান্ট-এর অর্থ দাঁড়ায় শয়তান শিকার করা। সংশ্লিষ্টরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বোঝানো হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!