পারভেজ উজ্জ্বল-নীলফামারী : নীলফামারীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ এপ্রিল সোমবার সকালে নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশের মাসিক কল্যাণ সভা নবাগত পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস এ বিনএম ফয়জুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
তিনি কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা বক্তব্য প্রদান করেন।
সভা শেষে পুলিশ সুপার নীলফামারী জেলা হতে অবসর গ্রহণকৃত ১। এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম ২। এএসআই (সঃ)/১২৪ শ্রী দুলাল চন্দ্র রায় ৩। কনস্টেবল/৪৭৪ মোঃ আব্দুল খালেক ৪। কনস্টেবল/৪০৬ শ্রী হরিপদ রায় গন কে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান এবং তিনি অবসরকালীন যে কোন সমস্যায় সহযোগিতার আশ্বাস দেন। সর্বশেষে আজ দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পুলিশের ছয় থানা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :