শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ঠিক সময়ে ধান কাটা না হওয়ায় নীলফামারীর কৃষি শ্রমিকেরা যাচ্ছে আশেপাশের জেলায়

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৪:১৮ পিএম

ঠিক সময়ে ধান কাটা না হওয়ায় নীলফামারীর কৃষি শ্রমিকেরা  যাচ্ছে আশেপাশের জেলায়

 পারভেজ উজ্জ্বল, নীলফামারী : নীলফামারী জেলায় চলতি মৌসুমে বোরোধান এখনো না পাকার কারণে ধানকাটার কৃষি শ্রমিকেরা এখন নীলফামারীর পাশাপাশি  জেলাগুলোর বিভিন্ন এলাকায় ধান কাটার জন্য যাচ্ছেন। সরজমিনে সোনারায়, সংঘলশী, চোড়াইখোলা ঘুরে দেখা গেছে বোরো ধান ক্ষেতের দৃশ্য। তাই সেখানকার কৃষি শ্রমিকেরা এখন ব্যস্ত সময় পার করছে, গামছা কাস্তে, বাংকুয়া ও অন্যান্য প্রয়োজনীয় জিনিষপত্র নিয়ে ছুটছে একপ্রাপ্ত থেকে আরেকপ্রান্তে। 
গত কয়েক দিন ধরে নীলফামারী পুরাতন রেল স্টেশনে ধান কাটা শ্রমিকদের উপচে পড়া ভীড় দেখা গেছে। দেখা গেছে আজ ২৫ এপ্রিল শুক্রবার কৃষি শ্রমিকেরা ছুটছে পূর্ব পশ্চিমে। সংগলসী ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষি শ্রমিক  মাসুম মিয়া বলেন, কেবল ধান আসতে শুরু করেছে, পাকতে এখনো ১৫ থেকে ২০ দিন লাগবে এখানকার ধান কাটতে তাই ফুলবাড়ি, বিরামপুর, আক্কেলপুর, শান্তাহার, জয়পুরহাট, নাটোর সহ বিভিন্ন জায়গায় আগাম ধান কাটার মৌসুম শুরু হওয়ায়,এবং বাড়তি কিছু টাকার আশায় ধান কাটতে যাচ্ছে। অপর শ্রমিক রেবতী রায় বলেন, তাদের এলাকার কাজের চাপ কম থাকায় তারা ধান কাটতে অন্য জেলায়  ছুটে যাচ্ছেন। এসব এলাকায় ১৫ থেকে ২০ দিন কাজ করলে ভালো টাকা রোজগার করা সম্ভব। 
নীলফামারী স্টেশন মাষ্টার মইনুল হোসেন ডেইলি খবর ২৪ ডটকম কে বলেন, এই ষ্টেশনে কয়েকদিন ধরে শত শত কৃষি শ্রমিক নীলফামারী থেকে ধান কাটতে নানান জায়গায়  কাজের জন্য ছুটে যাচ্ছেন।এবিষয়ে নীলফামারী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল ডেইলি খবর ২৪ ডটকম কে বলেন, এবার সঠিক সময়ে বোরো ধান না পাকার কারণে কৃষি শ্রমিকেরা নীলফামারীর পাশাপাশি  জেলা গুলোতে গিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন,যা তাদের জীবিকা নির্বাহে সহায়তা করছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!