শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১

র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৩:৩৬ পিএম

র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত

আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠে। শেষ পর্যন্ত পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, পোশাকের সঙ্গে মানসিকতারও পরিবর্তন হতে হবে। সভায় এ সময় বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনার অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, ইতোমধ্যে ১৮টি পোশাক পরিহিত পুলিশ,আনসার ও র‌্যাবের প্রতিনিধিদল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে।গত ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্র্বতী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি জানান,পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে,এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রæতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন,পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!