বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর এলাকার সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন তানিফার মামা-মামিসহ তাদের দুই সন্তান। বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তানিফা আহমেদ।রাতে সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।স্ট্যাটাসে উমামা ফাতেমা লিখেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র,তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ধাপে তানিফা সততা, নিষ্ঠা ও একনিষ্ঠতার সহিত কাজ করে গেছেন। তার অকালে এভাবে চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস এর উচ্চ মাকাম দান করুন। আমিন।’দুর্ঘটনায় নিহত হয়েছেন তানিফার মামা-মামিসহ তাদের দুই সন্তান। তারা হলেন তানিফা আহমেদের মামা রফিকুল ইসলাম শামীম (৪৬) ও তার স্ত্রী লুৎফুন নাহার সুমি (৩৫)। তাদের দুই মেয়ে ৮ বছরের লিয়ানা এবং আনীসা।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, মরদেহ উদ্ধার করার পর পরিচয় শনাক্তে সময় লেগেছে। আমার যতটুকু নিশ্চিত হতে পেরেছি গাড়িটিতে একই পরিবারের পাঁচ সদস্য ছিল। পাশাপাশি আরও এক দম্পতি মারা গেছে এ দুর্ঘটনায়। পরিচয় জানার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য,চট্টগ্রামের লোহাগাড়ার ঢাকা-চট্টগ্রা মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ।
আপনার মতামত লিখুন :