বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সিটি গভর্নমেন্ট হচ্ছে স্থানীয় সরকারে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১১:৪১ এএম

সিটি গভর্নমেন্ট হচ্ছে স্থানীয় সরকারে

দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে ‘সিটি গভর্নমেন্ট’ ব্যবস্থা চালুর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে স্থানীয় সরকারব্যবস্থা সংস্কার কমিশন। অংশীজনদের অনেকেই মনে করেন,সংসদ সদস্যদের প্রভাবমুক্ত রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি নির্বাচিত হোক।শুধু তাই না,স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের জন্য পৃথক বাজেট পরিকল্পনার কথাও বলা হয়েছে। এদিকে ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান হওয়ার অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে নতুন ব্যবস্থা চালুর পক্ষে মত দিয়েছেন অংশীজনরা। সংস্কার কমিশনও চায় ইউপি চেয়ারম্যান পদে সরাসরি ভোট তুলে দেওয়া হোক। ইউপি ভোট হবে ওয়ার্ড সদস্য পদে। আর ওয়ার্ড সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিউটে স্থানীয় সরকারব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে গতকাল মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা তাদের ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন। 
পরে স্থানীয় সরকারব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলাপ হয়েছে। তাদের প্রস্তাবনা পেয়েছি। তারা যেসব প্রস্তাবনা দিয়েছে,তার কিছু কিছু আমরাও ভেবে রেখেছি। অর্থাৎ তাদের ভাবনার সঙ্গে আমাদের ভাবনার অনেক জায়গায় মিল রয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!