শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বাজারে সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও আলু পেঁয়াজ তেল মসলা চড়া

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০২:২৩ পিএম

বাজারে সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও আলু পেঁয়াজ তেল মসলা চড়া

সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে শাক-সবজির দাম। তবে বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। দাম বেড়েছে এলাচেরও। আর লাগামছাড়া মাছের বাজারে স্বস্তি ফেরেনি বিন্দুমাত্র। শুক্রবার (৬ ডিসেম্বর) কেরানীগঞ্জের আগানগর এবং রাজধানীর নিউমার্কেট ও কারওয়ানবাজারসহ বেশকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
দেশজুড়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। রাজধানীতেও ধীরে ধীরে জেঁকে বসছে শীত। সঙ্গে বাজারে বাড়ছে শীতকালীন শাক-সবজির সরবরাহ, আর কমতে শুরু করেছে দামও।
বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ৭০-৮০ টাকা, করলা ৭০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, মুলা ৩০ টাকা, লতি ৭০ টাকা, কহি ৬০ টাকা, ধুন্দুল ৫০ টাকা ও পটোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, গাজর ৬০-৭০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৬০ টাকা, শালগম ৪০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
এছাড়া, প্রতি কেজি ধনেপাতা ৫০ টাকা, পেঁয়াজের কালি ৫০ টাকা, নতুন আলু ১০০-১২০ টাকা, পুরাতন আলু ৭৫-৮০ টাকা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৫০-৬০ টাকা।  
দাম কমেছে কাঁচা মরিচেরও। খুচরা পর্যায়ে এটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-১০০ টাকায়, আর পাইকারিতে ৬০-৮০ টাকায়। এছাড়া, বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পাটশাক ১০-১৫ টাকা, পুঁইশাক ৩০-৪০ টাকা, লাউশাক ৫০ টাকা, মুলাশাক ১০ টাকা, ডাঁটাশাক ১০-১৫ টাকা, কলমিশাক ১০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।বিক্রেতারা বলছেন,বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় দাম কমছে। সপ্তাহ ব্যবধানে কোনো কোনো সবজিতে কেজিপ্রতি দাম কমেছে ১০ টাকা পর্যন্তও।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!