শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের শিকার ,নিন্দা ও প্রতিবাদ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৫:১০ পিএম

নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের শিকার ,নিন্দা ও প্রতিবাদ

পারভেজ উজ্জ্বল, নীলফামারী : নীলফামারীর ডোমারে দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা ও মুখ বেঁধে নির্মম নির্যাতন চালিয়েছে দূর্বৃত্তরা। এলাকাবাসী ও পুলিশের সহযোগীতায় সাংবাদিক আব্দুর রাজ্জাক কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গত ২ এপ্রিল বুধবার রাত ১১টার দিকে ডোমার পৌরসভার মডেল স্কুল পাড়ায় দীর্ঘ কয়েকঘন্টা ধরে দলবদ্ধভাবে নির্যাতন চালানো হয় তার ওপর। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।  সাংবাদিক আব্দুর রাজ্জাক ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দৈনিক জনতা পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। 
জানা যায় দীর্ঘদিন ধরে মডেল স্কুল পাড়ার মশিয়ার রহমানের ছেলে রাসেল একই এলাকার এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে উভয়ের সংসারে অশান্তি দেখা দেয়। এ নিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মশিয়ার ও তার ছেলেরা তাদের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। সাংবাদিক রাজা সেখানে যেতে অনাগ্রহ প্রকাশ করলে তারা জোড়পূর্বক মোটরসাইকেলে তুলে সেই এলাকায় নিয়ে যায় বলে জানান পথচারী রফিকুল।দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে পরকিয়ায় জড়িত নারীর পিতা তরিকুল ও মশিয়ারের পরিবারের লোকজন সাংবাদিককে খুঁটিতে বেধে ফেলে এবং মুখ বেঁধে নির্যাতন শুরু করে। এ সময় সাংবাদিকের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেন।
দলবদ্ধ সন্ত্রাসীদের টানা দুই ঘন্টা নির্যাতনের ফলে ঘটনাস্থলেই ঢলে পড়ে সাংবাদিক রাজা, তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশ কে খবর দেয়,পুলিশ এসে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ডোমার হাসপাতালে ভর্তি করেন। সাংবাদিক রাজ্জাক কে বাচাতে প্রতিবাদী যুবক স্বাধীন ইসলামও শারীরিক নির্যাতনের শিকার হয়, তাকেও স্থানীয়রা উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাধীনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ডোমার ডোমারের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম ডেইলি খবর ২৪ কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি রহস্যময়, দুপক্ষের কেউই আসল খবর বলছেন না,আমরা খবর পেয়ে  আহত সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করি এখন তিনি এজাহার দিলে তদন্ত করে আসামি কে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেবো। এবিষয়ে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্, সাধারণ সম্পাদক আল আমিন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারী, মানবজমিন এর জেলা প্রতিনিধি দিপক আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি আল ফারুক পারভেজ উজ্জ্বল ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। দ্রæত দোষীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন কে আহবান জানান।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!