বাংলা বর্ষের শেষ মাস চৈত্রের বিদায়লগ্নে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে তীব্র গরমের অনুভূতি কিছুটা কমলেও সর্বোচ্চ তাপমাত্রার পারদ এখনো ৩৫ ডিগ্রির ঘরেই রয়েছে। এই অবস্থায় রাতের মধ্যে দেশের ৬ বিভাগের ২৭ জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার (১২এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
পোস্টে এই আবহাওয়াবিদ জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে ৪টার পর থেকে রাত ১২টার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও নড়াইল এবং ঢাকা বিভাগের গোপালগঞ্জ, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার উপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগের সব জেলা (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) ছাড়াও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া একই সময়ে বরিশাল বিভাগের বরগুনা, বরিশাল, ভোলা পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
আপনার মতামত লিখুন :