সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

প্রকৌশলী শাহরীন ইসলাম চৌধুরী তুহিন কে কটাক্ষ করে পোস্ট দেয়ায় যুবলীগ নেতা আটক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০১:২৯ পিএম

প্রকৌশলী শাহরীন ইসলাম চৌধুরী তুহিন কে কটাক্ষ করে পোস্ট দেয়ায় যুবলীগ নেতা আটক

পারভেজ উজ্জ্বল, নীলফামারীঢ়বিএনপি নেতা ও সাবেক এমপি প্রকৌশলী শাহরীন ইসলাম চৌধুরী তুহিন কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ায়, নীলফামারী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক নুরে আলম বাবু আটক হয়েছে। 
ঘটনার সরজমিনে জানা যায়, গতকাল ৬ এপ্রিল দুপুরে নীলফামারী ১ ডোমার ডিমলা আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার কে আদালতে হাজির করার সময় ডোমার ডিমলার শত-শত নির্যাতিত লোকজন ভুয়া ভুয়া বলে ¯েøাগান দেন, এবং শারীরিক লাঞ্ছিত করার চেষ্টাও করেন,তবে পুলিশ এবং আইনজীবীদের সাহায্য বেচে যান এমপি আফতাব। এরই পরিপ্রেক্ষিতে নীলফামারী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম বাবু তার ফেসবুক আইডিতে ভোটচোর, নেতা বানিজ্যের কারিগর আফতাব উদ্দিন এমপিকে ডোমার ডিমলার শ্রেষ্ঠ নেতা হিসেবে দাবি করেন এবং অপরদিকে নীলফামারী জেলার মাটি ও মানুষের নেতা ও ডোমার ডিমলার অহংকার প্রকৌশলী শাহরীন ইসলাম চৌধুরী তুহিন কে কটাক্ষ করে দূর্নীতিবাজ বলেন এবং দূর্নীতির কারণে দীর্ঘ ১৬ বছর প্রবাসে, এখন অবধি নীলফামারী আসতে পারেনি বলে লিখেন। এই পোস্ট বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে গেলে নীলফামারী যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। অবস্থা বেগতিক দেখে যুবলীগ নেতা নুরে আলম বাবু সন্ধ্যার দিকে পোস্টটা উঠিয়ে নেয়। বিএনপির কর্মী ও সমর্থকেরা গোটা শহরে তাকে খুজে পায়নি। অবশেষে রাত সাড়ে ১১ টায় নীলফামারী সদর যুবদল ও ছাত্রদলের নেতারা বাবু কে সদরের ইটাখোলা ইউনিয়নের ঢাকাইয়া পাড়া থেকে আটক করে থানায় হস্তান্তর করেন। জানা যায় ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে নিরিহ মানুষদের হয়রানি মুলক মামলা দায়ের করে এমপি আফতাব উদ্দিন সরকার ও আগুন খাওয়া বাহিনীর সন্ত্রাসীরা। ঐ মামলার অভিযুক্তদের পরিবারের লোকজন গতকাল ৬ এপ্রিল নীলফামারী আদালত চত্বরে এমপি আফতাব উদ্দিন সরকারের ওপর মারমুখী হয়ে ওঠে। এবিষয়ে ডিমলা উপজেলার বাদিয়া পাড়ার রহিম খাঁ জানান, ইন্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন কে ১৯৯৬ সাল থেকে চেনেন, তিনি আরও বলেন, উনি শান্তশিষ্ট প্রকৃতির মানুষ, ওনার বাবা রফিকুল সাহেব তিনিও বড্ড ভালো মানুষ। এবিষয়ে নীলফামারী উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌলা ডেইলি খবর ২৪ কে বলেন, প্রকৌশলী শাহরীন ইসলাম চৌধুরী তুহিন হলেন নীলফামারীর মাটি ও মানুষের নেতা, ওনার প্রশংসার শেষ নেই, সেটা গোটা নীলফামারীতে। যুবদলের জেলা সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল ডেইলি খবর ২৪ কে বলেন, ইন্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন হলেন, নীলফামারী তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা। উনি বেগম খালেদা জিয়ার ভাগ্নে হিসেবে কখনও পরিচয় দেননি, উনি শহীদ জিয়ার সৈনিক হিসেবে নিজেকে গর্বিত মনে করেন, তিনিই হলেন নীলফামারীর একমাত্র প্রকৃত মাটি ও মানুষের নেতা। ফ্যাসিস্ট সরকারের দমন নিপীড়ন নির্যাতনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমরা অনেকেই নির্যাতিত। তুহিন ভাই যথাসময়ে দেশে ফিরবেন। 
এদিকে শহরের টক অব দ্য টাউনে পরিনত হয়েছে এই ঘটনা। পোস্টকারী বাবুকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ বলেন, নুরে আলম বাবু কে রাজনৈতিক মামলায় চালান দেয়া হয়েছে। এদিকে দোষীর দৃষ্টান্ত মুলক শাস্তি চাচ্ছেন ডোমার ডিমলার  বিএনপির নেতাকর্মীরা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!