মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

দেশের ১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,হিমেল বাতাস

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ১১:০২ এএম

দেশের ১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,হিমেল বাতাস

শৈত্যপ্রবাহ চলছে দেশের ১০ জেলার ওপর দিয়ে। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই ওই ১০ জেলায়। কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এসব জেলার জনজীবন। আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে।
শুক্রবার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শহীদুল ইসলামের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। এদিন সকাল ৯টায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অফিস বলছে, তিন দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
কুয়াশার বিষয়ে পূর্বাভাস বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলা ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস জানায়, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষ ২৪ ঘণ্টায়ও রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। সতর্ক থাকার পরামর্শ রয়েছে আবহাওয়া অধিদপ্তরের।

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!