বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

যশোওে আবারও প্রকাশ্যে গুলি করে হত্যা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৫২ পিএম

যশোওে আবারও প্রকাশ্যে গুলি করে হত্যা

ডেইলি খবর ডেস্ক: আবারও যশোরে রানা প্রতাপ বৈরাগী নামে এক বরফকল মালিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রানা প্রতাপ বৈরাগী কপালিয়া বাজারের একটি বরফকলের মালিক ছিলেন। তিনি জেলার কেশবপুর উপজেলার আড়–য়ারা গ্রামের বাসিন্দা ছিলেন। 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রানা প্রতাপ সোমবার সন্ধ্যায় কপালিয়া বাজারে তার বরফকলের সামনে অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
ঘটনার পরপরই কপালিয়া বাজারসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে মাঠে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!