শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে গাঁজাসহ /একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১২:০০ পিএম

নীলফামারীতে গাঁজাসহ /একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পারভেজ উজ্জ্বল, নীলফামারী : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৬ এপ্রিল রাত দশটায়  নীলফামারী জেলা পুলিশ সুপার  এ.এফ.এম তারিক হোসেন খাঁন এর দিক নির্দেশনা ও নীলফামারী সদর  সার্কেল মোঃ ফারুক আহমেদ ও নীলফামারী থানা অফিসার ইনচার্জ এম.আর সাঈদের নেতৃত্বে একটি চৌকস টিম নীলফামারী পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে দুটি বাদামের বস্তায় মাদক পাচারকালে মোঃ রফিকুল ইসলাম(৩৮) গ্রেফতার করে নীলফামারী পুলিশ। আসামী রফিকুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সোনাহার ইউনিয়নের বুগড়াপাড়ার মোঃ আফতার উদ্দিনের ছেলে। ধৃত মাদক ব্যবসায়ী রফিকুলের কাছ থেকে ১৫ কেজি ৩ শত গ্রাম গাঁজা উদ্ধার করেন, যার বাজার মুল্য আনুমানিক ৩ লক্ষ ৬ হাজার টাকা। যা ঘটনাস্থলের উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। তদন্তে জানা যায়, উক্ত গাঁজার চালানটি  হবিগঞ্জ জেলা থেকে মাদক ব্যবসার মূল হোতা গ্রেফতারকৃত আসামী পঞ্চগড়ের রফিকুল ইসলামের নিকট পাঠায়। উক্ত গাঁজার চালানের সাথে আরো কয়েকজন নাম না জানা মাদক ব্যবসায়ী জড়িত আছে। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার কৃত রফিকুলের সাথে আরও ব্যবসায়ী জড়িত রয়েছে এবং সেটা নিবিড় তদন্তের মাধ্যমে  মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!