সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৯৫ জনকে।গত ২৪ ঘণ্টায় সারাদেশে `অপারেশন ডেভিল হান্ট` অভিযানের আওতায় ৫৯১ জনসহ মোট এক হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে,অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৫৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে এক হাজার ৯৫ জনকে। অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একটি বিদেশি পিস্তল,একটি চায়না রাইফেল (পুলিশ থেকে লুট করা), দুইটি এলজি, চারটি ওয়ান শুটারগান,একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, ২০টি ককটেল, ছয়টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লায়ার্স, একটি সেলাই রেঞ্জ, দুইটি লোহার পাইপ, একটি কাটার ও তিনটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :